February 18, 2019

ফোন পানিতে পড়ে গেলে কি করবেন?

হাতে হাতে স্মার্টফোন। নিত্যদিনের অনুসঙ্গ ফোন। এই সাধের ফোনটি অসাবধানতা বশত হাত থেকে পানিতে পড়ে যেতে পাড়ে। আর পানিতে ফোনটি পড়ে গেলেই যে সেটি নষ্ট হয়ে যাবে এমনটা নয়। সঠিক সময়ে ফোনটি পানিতে তুলে যত্ন নিলে ফোনটি পুরোদমে কর্মক্ষম হয়ে উঠতে পারে। জেনে নিন ফোনটি হাত থেকে পানিতে পড়ে গেলে কি করবেন, আর কি করবেন না।

১. সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব পানি থেকে ফোন তুলে ফেলুন।

২. ফোনের সমস্ত ইকুইপমেন্ট, যেমন- ব্যাক কভার, সিম কার্ড, মেমরি কার্ড সব খুলে ফেলুন।

৩. শুকনো কাপড় দিয়ে ফোনকে ভালো ভাবে মুছে ফেলুন। সম্ভব হলে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন ফোন। এতে ফোনের গায়ে লেগে থাকা সমস্ত পানি শুকিয়ে যাবে।

৪. শুকনো চাল ভর্তি একটা পাত্রে ফোনটা রাখুন, যাতে ফোনের ভিতরের সমস্ত আদ্রভাব কেটে যায়।

৫. এই অবস্থায় ফোন রেখে দিন অন্তত ৩ দিন (৭২ ঘণ্টা)। আপনার ফোন ফিরে যাবে ‘জীবিত’ অবস্থায়।

যা করবেন না

১. জল থেকে ফোন তোলার পর তা সঙ্গে সঙ্গেই সুইচ অন করবেন না।

২. রোদে ফোন একেবারেই শুকোতে রাখবেন না।

৩. ফোনের সিম কার্ড, মেমরি কার্ড না খুলেই ফোনে অন্য কিছু করার চেষ্টা করেবেন না।

৪. ফোন চার্জে দেবেন না।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৫ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts