November 20, 2018

ফেসবুক স্ট্যাটাসে গড়ে উঠল সুবিধাবঞ্চিতদের স্কুল

381
গোলাম রাসেল,ময়মনসিংহ প্রতিনিধিঃ তথ্য প্রযুক্তির যুগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় হয়ে উঠেছে।তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাসের ফলে ময়মনসিংহের পথশিশুদের ও সুবিধা বঞ্চিদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গড়ে উঠল শিশুদের স্কুল “ঘাসফুল শিশুনিকেতন”।

ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদ লাগোয়া চরঞ্চলে চরকালি-বাড়ি এলাকায় স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ফেসবুক বন্ধুদের উদ্যোগে(২০১৪)সালে গড়ে উঠল সমাজের পথ ও সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল “ঘাসফুল শিশুনিকেতন”।
382
২০১৩ সালে মার্চে ফেসবুক বন্ধু আক্তারুজ্জামান পাভেল(প্রধান উদ্যোক্তা) তার ফেসবুক আইডিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কিছু একটা করতে চাই এমন স্ট্যাটাসের দেয়।ফলে তার ফেসবুক বন্ধুরা অনেকেই একমত পোষণ করে।

ফেসবুক বন্ধুরা প্রথমে হিউম্যানিটাস সোশ্যাল সার্ভিস সেন্টার নামে সংগঠন গড়ে তুলে।এই সংগঠনের সদস্যদের প্রতিমাসে নির্দিষ্ট হারে মাসিক চাঁদার মাধ্যমে শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা,পোষাক,টিফিন দেওয়া হয়।এই অর্থায়নে পরিচালিত হচ্ছে ঘাসফুল শিশুনিকেতন বিদ্যালয়টি ।
383
বর্তমানে স্কুলটিতে অর্ধশত সুবিধা বঞ্চিত শিশু পড়াশোনা করছে।সপ্তাহে ছয়-দিন
খোলা থাকে স্কুল।যার পিছনে শ্রম দিচ্ছেন ২জন বেতন ভুক্ত শিক্ষক।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts