February 23, 2019

ফেনীতে আ.লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধ ৯, দুই ঘন্টায় ভোট শেষ!

ফেনী থেকেঃ  ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ হয়।

শনিবার ভোরের দিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপালের জগন্নাথ সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে তারা গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধরা হলেন, মো. ইউনুস, মোঃ বাবলু, কবির মাস্টার ও জহিরুল ইসলাম। সংঘর্ষ হলেও ওই কেন্দ্রের ভোটগ্র্রণ স্বাভাবিকভাবে চলছে বলে জানা গেছে।

অপরদিকে ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের উত্তর সতের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গরীব শাহ ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ লিটনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ পাঁচজনকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/৭ মে ২০১৬

Related posts