February 23, 2019

ফিলিপাইনে ৪২ মুসলিম বিদ্রোহী নিহত

771
ফিলিপাইনে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত ৪২ জন বিদ্রোহীকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপের পাহাড়ি এলাকায় পাঁচ দিন লড়াই চালিয়ে বিদ্রোহীদের আস্তানাও দখলে নেয়া হয়েছে।

লানাও ডেল সুর প্রদেশে দক্ষিণ পূর্ব এশিয়ার সশস্ত্র ইসলামপন্থীদের নেটওয়ার্ক জেম্মাহ ইসলামিয়ার আস্তানা দখলে নেয়ার সময় ৩ জন সেনা সদস্য নিহত ও আরো ১১ জন আহত হয়েছেন।

৪২ জন নিহত হওয়ার খবর জানিয়ে মেজর ফিলেমন তান সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে আমাদের সেনারা সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াই করে তাদের ঘাঁটি দখলে নিয়েছে।

তান জানান, মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের লক্ষ্যবস্তুতে বিমান ও হেলিকপ্টার থেকেও এসময় হামলা চালানো হয়।

সূত্র: রয়টার্স, ওয়ার্ল্ড বুলেটিন
দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts