February 22, 2019

ফিরে আসছেন লাদেন!

লাদেন

আবার ফিরছেন ওসামা বিন লাদেন। তবে এবার বলিউডের পর্দায়।

২০১০-র পর ফের দেখা যাবে আল কায়দা প্রধান লাদেনকে। সব কিছু ঠিক থাকলে নতুন বছরেই সেলুলয়েডে আসছেন লাদেন।

২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি পরিচালক অভিষেক শর্মার ফিল্ম ‘তেরে বিন লাদেন-ডেড অর অ্যালাইভ’ মুক্তি পাওয়ার কথা।

নকল লাদেনের ভিডিও তুলে টিভি চ্যানেলকে বেচে রাতারাতি শিরোনামে এসেছিলেন পাক সাংবাদিক আলি হাসান। ২০১০ সালে অভিষেক শর্মার এই ছবি শিরোনামে এনে দিয়েছিল তাকেও।

৬ বছর পর তিনি এমন একটা সময়ে এই ফিল্মেরই পার্ট-টু রিলিজ করতে চলেছেন যখন আইএসের ধ্বংসলীলায় ইউরোপ-এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আতঙ্কের আবহ।

লাদেনের পন্থা এবং আল কায়দা অনেকটাই অভিন্ন।

ছবিটিতে অভিনয় করছেন মনীশ পাল, সিকান্দার, প্রধুমান শিঙ্গসহ অনেকে। তবে পার্ট-টু হলেও প্রথম ছবিটির সঙ্গে এই ছবির কাহিনী সম্পূর্ণ আলাদা থাকবে বলে পরিচালক জানিয়েছেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related posts