April 21, 2019

ফাস্টফুডের নামে কি খাওয়াচ্ছে মালঞ্চ?

165
‘খাদ্যপণ্য তৈরীতে ব্যবহৃত তেল বারবার পোড়ানোয় মবিল না সয়াবিন তা বোঝার উপায় নেই। ফ্রিজে এতটা নোংরা পরিবেশে খাদ্যপন্য মজুদ করা হয়েছে, যা দেখে ওটি ফ্রিজ না ডাস্টবিন তা চেনাই দায়’- নগরীর কোতয়ালী থানার আলকরন গলিতে মালঞ্চ ফাস্টফুডের কারখানার বিবরণটা এভাবেই দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন।

মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান শেষে নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরী ও মজুদের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।
166
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, নিউ মার্কেট এলাকার এ ফাস্টফুডের দোকানটিতে প্রতিদিন শতশত মানুষ খাবার খেয়ে থাকেন। অথচ প্রতিষ্ঠানটির কারখানা দেখে বোঝার উপায় নেই ওখানে মানুষের জন্য খাদ্যপন্য তৈরী হয়! ফ্রিজের ভেতর অনেক দিনের পঁচা মাংসের সাথে মজুদ করা হযেছে অন্যান্য উপকরন। তেলের অবস্থা এতটা খারাপ যা কল্পনাও করা যায়না। এসময় মালঞ্চকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।বাংলামেইল

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts