April 20, 2019

ফাইনালে রেকর্ড গড়লেন ওয়ার্নার

ওয়ার্নার

আইপিএলের ফাইনালে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এদিন মাত্র ২৪ বলে হাফ-সেঞ্চুরি করেন ওয়ার্নার।

কোহলির বেঙ্গালুরুর বিপক্ষে ৩৮ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলার পথে এ রেকর্ড গড়েন ওয়ার্নার। এর আগে ২০১০ ফাইনালে সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও ২৪ বলে ফিফটি করেছিলেন। সেই রেকর্ডেই ভাগ বসালেন ওয়ার্নার।

ওয়ার্নারের অধিনায়কোচিত ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৩টি ছক্কায়। এবারের আইপিএলে ১৭ ম্যাচে ৬০.৫৭ গড়ে ৯টি ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৮৪৮ রান করেছেন ওয়ার্নার।

Related posts