April 25, 2019

ফাঁস হল নোকিয়া ৮-এর তথ্য: থাকছে আইরিশ স্ক্যানার

Captureপ্রযুক্তি ডেস্ক:: দীর্ঘ বিরতির পর নোকিয়া ৩-এর মাধ্যমে অ্যান্ড্রয়েড দুনিয়ায় পা রেখেছে এক সময়ের একচেটিয়া ক্ষমতাশালী ফোন সংস্থা নোকিয়া। যদিও এটা তাদের ফ্ল্যাগশিপ ফোন নয়।

এবছরই এইপএমডি গ্লোবাল নোকিয়া ৯ নামক ফোনের মাধ্যমে তাদের ফ্ল্যাগশিপ দেখাবে বলেই সবাই জেনেছিল। কিন্তু নতুন ফাঁস হয়ে যাওয়া তথ্যেমতে নিশ্চিত হওয়া গেছে, দায়িত্বটা পালন করবে নোকিয়া ৮।

চীন থেকে ফাঁস করা তথ্যে জানানো হয়, এই ফোনে আইরিশ স্ক্যানার থাকছে। আরো রয়েছে কার্নিশ ছাড়া ডিসপ্লে। ঠিক যেমন স্যামসাং গ্যালাক্সি এস৮-এ দেখেছে সবাই।

চীনা সাইট সিএনএমও সম্প্রতি এই গোপন তথ্য জানিয়ে দিয়েছে। সেখানে নোকিয়া ৮-এর ছবি ও তথ্য তুলে ধরা হয়েছে। ইউএসবি টাইপ-সি পোর্ট আর ডুয়াল স্পিকার থাকছে একেবারে নিচে। আরেকটি ছবিতে দেখা যায়, পেছনে লম্বালম্বিভাবে বসানো দুটো ক্যামেরা।

নোকিয়ার ফ্ল্যাগশিপ বলে কথা- টেকনোলজি ওয়ার্ল্ডে তোলপাড় হওয়া একেবারেই স্বাভাবিক বিষয়।

Related posts