April 22, 2019

ফাঁসি কার্যকরের সময় যারা উপস্থিত থাকবেন

ফাঁসি কার্যকরের মঞ্চ

ডেস্ক রিপোর্টঃ   মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকরের সময় প্রশাসনের বিভিন্ন স্তরের ৮ কর্মকর্তা উপস্থিত থাকবেন।

কারাগারের সূত্র জানিয়েছে, ঢাকার জেলা প্রশাসক, আইজি প্রিজন, এডিশনাল আইজি প্রিজন, সিনিয়র জেল সুপার, জেলার, ডেপুটি জেলার, সিভিল সার্জন এবং একজন কারা চিকিৎসক এসময় উপস্থিত থাকবেন।

এছাড়া ফাঁসি কার্যকরের সময় কারা অভ্যন্তরে অবস্থান করবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র‌্যাব-এর একজন করে প্রতিনিধি। এর বাইরে ডিএমপির লালবাগ বিভাগের উপ কমিশনারও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

তা ছাড়া ফাঁসি কার্যকরের মুহূর্তে জল্লাদ ও কারা কর্তৃপক্ষের নিজস্ব ফটোগ্রাফারতো থাকবেনই।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts