November 20, 2018

ফসলি জমিতে যুবতির রহস্যজনক লাশ

আতিকুর রহমান টিপু, মুন্সিগঞ্জ প্রতিনিধি: ফসলি জমি থেকে জোছনা (২৫) নামের এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের এক চক থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের মুখে ও কানে রক্তের চিহৃ রয়েছে।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার এই মৃত্যু নিয়ে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। সে অনৈতিক কাজের সাথে নিজের জীবনকে জড়িয়ে পেলেছে বলে অনেকেই দাবি করছে। তা হলে তাকে কে হত্যা করলো। এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।

স্থানীয়রা জানায়, গ্রামের কৃষকরা সকালে কৃষি জমিতে কাজের উদ্দেশ্যে বের হলে চকের মাঝে ফসলি জমিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পারে সিরাজদিখান থানা পুলিশ লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। জোছনা সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নেরর মোল্লাকান্দি গ্রামের গায়েজ উদ্দিনের মেয়ে।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিরাজদিখান থানার এস আই আরিফ বলেন স্থানীয় সুত্রে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তবে এটি হত্যা হয়েছে কিনা ময়নাতদন্তের রির্পোটের পড়ে জানা যাবে।

Related posts