February 17, 2019

ফরাসি সাংবাদিক বহিষ্কার হল উইঘুরদের নিয়ে নিবন্ধ লেখায়

147

শনিবার এক ফরাসি সাংবাদিককে বহিষ্কার করার নির্দেশ দিয়েছে চীন। আগামী বৃহস্পতিবার তার বেইজিং ছাড়ার কথা রয়েছে। সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় উইঘুর মুসলিমদের প্রতি গৃহীত চীনা নীতির সমালোচনা করে নিবন্ধ লেখায় তাকে সে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে।

বিতাড়িত ওই সাংবাদিকের নাম উরসুলা গাউথিয়ার। তিনি ‘লবস’ নামের এক ফরাসি ম্যাগাজিনে কাজ করেন। বেইজিং জানিয়েছে, চীন সরকার ভবিষ্যতে আর ওই সাংবাদিককে সে দেশে সফরের অনুমতি দেবে না।

সিনহুয়া প্রতিবেদনে বলা হয়েছে, নারী সাংবাদিক উরসুলা সংঘাতপূর্ণ এলাকা শিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের সমর্থনে নিবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি দাবি করেছিলেন, বেইজিংয়ের তথাকথিত সন্ত্রাসবাদ নামক নিষ্ঠুর আইনের কারণে বহু মানুষ নিহত হয়েছে।

তবে চীনের এই বহিষ্কার আদেশে বিস্মিত হয়েছেন ওই ফরাসি সাংবাদিক। তিনি এ আদেশকে ‘অদ্ভূত’ বলেও উল্লেখ করেছেন। গত তিন বছর পর উরসুলা গাউথিয়ার হচ্ছেন প্রথম বিদেশি সাংবাদিক যাকে সে দেশ থেকে তাড়িয়ে দেয়া হচ্ছে। এর আগে ২০১২ সালে আল জাজিরা প্রতিনিধি মেলিসা চানকে বহিষ্কার করেছিল বেইজিং সরকার।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদী/ডেরি

Related posts