April 22, 2019

প্রেমিক-প্রেমিকার রসালাপ

6599_1

১. প্রেমিকা : এই! মোবাইল থাকতে তুমি আমাকে চিঠি পাঠিয়েছ কেন? যদি বাবার হাতে পড়ে যেত?

প্রেমিক : তোমাকে ফোন করেছিলাম তো! একটা মহিলা কণ্ঠ বলল, ‘প্লিজ, ট্রাই লেটার’। তাই লেটার পাঠানোর ট্রাই করলাম!

২. প্রেমিক : আমি মনে হয় তোমাকে বিয়েটা করতে পারব না।

প্রেমিকা : এত দিন পর এ কথা বলছ কেন? কেন, কী হয়েছে বলো তো শুনি?

প্রেমিক : না, তেমন কিছু না। আমার বাসা থেকে নিষেধ আছে।

প্রেমিকা : তা তোমার বাসায় কে কে আছেন?

প্রেমিক : বেশি না। আমার এক স্ত্রী আর তিন সন্তান।

৩. প্রেমিকা হোটেলে বসে খাচ্ছে। প্রচুর খাবারের অর্ডার দেয়া হয়েছে।

প্রেমিক : তা হলে তুমি আমাকে বিয়ে করবে না বলে ঠিক করেছ?

প্রেমিকা : হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে পারব না।

প্রেমিক : এই বেয়ারা, আমাদের দু’জনের দুটো আলাদা বিল নিয়ে এস।

৪. প্রেমিক : তোমার জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি।

প্রেমিকা : কিন্তু আমি যে সস্তা উপহার নিই না।

৫. প্রেমিক : কোথায় যাবে? তোমার বাসায় না আমার বাসায়?

প্রেমিকা : দুই জায়গায়ই। তুমি তোমার বাসায়, আমি আমার বাসায়।

প্রেমিক : তোমার জন্য আমি মঙ্গল গ্রহেও যেতে পারি।

প্রেমিকা : প্লিজ! তুমি ওখানেই থেকে যেও।

ব্রেকিংনিউজ

Related posts