November 21, 2018

প্রেমিকাকে খুন করে তাঁর মৃতদেহের সঙ্গে সেলফি!

ইন্টারন্যাশনাল ডেস্কঃ   প্রেমিকাকে খুন করে মৃতদেহের সঙ্গেই সেলফি তুলে ফেইসবুকে পোস্ট করেছেন কেনেথ অ্যালেন আমিক্স নামের এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে টেক্সাসে। প্রেমিকা জেনিফার স্ট্রেইট-স্পেয়ারর্সকে খুনের পর দুটো ছবি ফেইসবুকে পোস্ট করেন আমিক্স।

প্রথমটিতে স্পেয়ার্সের মৃতদেহ দেখা গেছে এবং পরেরটিতে দেখা গেছে রক্তমাখা একটি ছেলের মুখ। এই ছেলেটিই আমিক্স বলে ধারণা পুলিশের।

ছবির নিচে ক্যাপশন ছিল আমাদের জন্য প্রার্থনা করুন। ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ এ খবর দিয়েছে।

স্টেইট পিয়ার্সের বোন ছবিগুলো দেখার পর পুলিশ ডাকে। পুলিশ ওই যুগলের এপার্টমেন্টে গিয়ে দেখে স্পেয়ার্সকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আর আমিক্সের গলায় ৩ ইঞ্চি গভীর ক্ষত। পরে পুলিশ আমিক্সকে গ্রেপ্তার করে।

জবানবন্দী অনুযায়ী, আমিক্স দোষ স্বীকার করেছে। সে তদন্তকারীদেরকে জানায়, মদ পান করার সময় তারা নিজেরাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়েছিল।

কিন্তু পরে স্পেয়ার্স এ সিদ্ধান্ত থেকে সরে যাওয়ায় ‘তাকে মেরে ফেলতে হয়েছে’ বলে পুলিশকে জানায় আমিক্স। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

Related posts