April 23, 2019

প্রভা যখন শরণার্থীর মেয়ে

ধনাঢ্য পরিবারের ছেলে সুহাস। একদিন রোহিঙ্গা এক তরুণীকে ভালো লাগে তার। কিন্তু শহরের আরেক মেয়ে রাফা নামের আরেক মেয়ের সঙ্গে সুহাসের বিয়ে ঠিকঠাক হয়। বিয়ের দিন সুহাস কাউকে কিছু না জানিয়ে সোজা চলে যায় কক্সবাজারে সেই শরণার্থী মেয়েটিকে খুঁজতে।

সুহাস নাগরিক জীবন-যাপনের সমস্ত সুখ উপেক্ষা করে ‘টিকলী’ নামের মেয়েটার সাথে নিজেকে জড়িয়ে নেয়। ‘টান’ নাটকে টিকলি চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। নিজের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মাহমুদ দিদার।

নির্মাতা জানালেন, ‘বেশ কয়েক মাস আগে নাটকের শুটিং হয়েছিল। বেশিরভাগ দৃশ্যই কক্সবাজারে শুট হয়েছে। লোকেশনগুলো সুন্দর ছিলো। নাটকের নাম আগে দিয়েছিলা ‘রিফিউজি’। পরে পলেটিক্যাল বিষয় চিন্তা করে নাম পরিবর্তন করা হয়’

এনটিভিতে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি। এতে প্রভা ছাড়াও আরো অভিনয় করেছেন আলিফ, নিশা প্রমূখ।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts