February 18, 2019

প্রবাসীদের কল্যাণেই দূতাবাস -রাষ্ট্রদূত আব্দুল মোতালেব

Untitled-২

বাবু সাহা, লেবাননঃ ৯ই ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে লেবাননের সামাজিক সংগঠন ‘‘প্রবাসী সুশীল সমাজ” বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকারের সাথে দেখা করতে গেলে তিনি একথা বলেন।

লেবাননের সামাজিক সংগঠন ‘‘প্রবাসী সুশীল সমাজ”এর চার সদস্য বিশিষ্ট একটি কমিটি রাষ্ট্রদূতের সাথে দেখা করে স্বারকলিপি প্রদানের মাধ্যমে লেবাননে বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন অভাব অভিযোগ রাষ্ট্রদূতকে অবহিত করেন।তিনি প্রায় দু’ঘন্টা সময়েরও বেশী লেবাননে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যা ও গত কয়েক মাস ধরে লেবানন সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রীদের সাথে তাঁর আলোচনার সার সংক্ষেপ প্রবাসী সুশীল সমাজের কাছে ‍বর্ণনা করে তিনি আশা করেন, অচিরেই বাংলাদেশের জনপ্রিয় ওষুধ শিল্প লেবাননের বাজারে প্রবেশের করবে।শুধু ওষুধ নয়, বাংলাদেশের আরো কিছু পণ্য এদেশের বাজারে নিয়ে আসতে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।তিনি দূতাবাসে যোগদানের পর তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপে প্রবাসীরা আগের তুলনায় ভাল সেবা পাচ্ছে ও লেবাননের বিভিন্ন হাসপাতালে প্রবাসীদের মৃতদেহ গুলো অতি অল্প সময়ের মধ্যেই দেশে প্রেরন করতে পারছেন বলে তিনি জানান।ইদানিং লেবাননে সড়ক দুর্ঘটনায় অনেক প্রবাসীর মৃত্যুর বিষয়ে তিনি সকল প্রবাসীকে রোড পারাপারে আরো সচেতন হওয়ার পাশাপাশি দূতাবাসকে সহায়তা করতে সকলের প্রতি আহব্বান জানান।তিনি প্রবাসী সুশীল সমাজ এর বিভিন্ন দাবী-দাওয়া ধারাবাহিক ভাবে সমাধানের আশ্বাস দেন।প্রবাসী সুশীল সমাজের পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক তামিম হোসেন, সীমা বেগম, ও মোঃ হৃদয়।

২০১৪ সালে সামাজিক সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই লেবাননে প্রবাসী বাংলাদেশীদের বিপদে আপদে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে।

অন্য এক বার্তায় জানা যায়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থাপিত হওয়ার পর এই প্রথম দূতাবাস ২১শে ফেব্রুয়ারী “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’পালন করতে যাচ্ছে।“আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’পালনের সিদ্ধান্ত গ্রহন করে রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের দাবী পূরন করতে যাচ্ছেন।দূতাবাসের ছাদে অস্থায়ী শহীদ মিনার স্থাপনের মাধ্যমে ৭.০১ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, ৭.০৫ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, ১০.৩০ মিনিটে দূতাবাসের হলরুমে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।আলোচনা সভায় লেবানিজ বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশ কমিউনিটি সহ দেশী-বিদেশী মিডিয়া উপস্থিত থাকবেন।

রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার সকল প্রবাসী বাংলাদেশীদেরকে দূতাবাসে আয়োজিত “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’’এ অংশগ্রহন করতে আহব্বান জানিয়েছেন।

Related posts