February 22, 2019

প্রধামমন্ত্রী বরাবর স্মারকলিপি ময়মনসিংহ বেসরকারী শিক্ষক সমিতির

178

গোলাম রাসেল,ময়মনসিংহ প্রতিনিধিঃ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক-কর্মচারীদের অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে  বিক্ষেোভ সমাবেশ ও প্রধামমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখা।

সোমবার দুপুরে শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে বিক্ষোভ সমাবেশ করে সমিতির কর্মচারি বৃন্দ।

পরে জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিন জাহান।

এ সময় জেলা শিক্ষক সমিতির সভাপতি শামছুন্নাহার বেগম, সাধারণ সম্পাদক চাঁন মিঞা, সদর শিক্ষক সমিতির সভাপতি জাফর আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার সুলতান আহম্মেদ উপস্থিত ছিলেন।

জেলার ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসূচী পালন করে সমিতির নেতৃবৃন্দ।পরে ইউএনও’র পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার (ভুমি) আফরোজা আখতার।

ঈশ্বরগঞ্জে সকাল ১১টায় চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদের সামনে এসে ২ঘন্টা ব্যাপী মানববন্ধন করে সমিতির নেতৃবৃন্দ।পরে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts