April 25, 2019

প্রধানমন্ত্রীকে সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেনের টেলিফোন

ঢাকাঃ  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২০১৭-১৮ সালের অস্থায়ী সদস্য নির্বাচনে বাংলাদেশের সমর্থন কামনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী কেজেল স্টিফেন লুভেন।

রোববার (২৬ জুন) শেখ হাসিনাকে টেলিফোন করে বাংলাদেশের সমর্থন কামনা করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিং করেন।

তিনি বলেন, ‘সুইডিশ প্রধানমন্ত্রী সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন। শেখ হাসিনার সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন তিনি।’

‘এ সময় উভয়ের মধ্যে শুভচ্ছো ও ক‍ুশল বিনিময় হয়।’

ইহসানুল করিম বলেন, আলাপে শেখ হাসিনাকে সুইডেন সফরের আমন্ত্রণ জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী।

একই সঙ্গে চলতি বছরের ৯ ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সামিটে যোগ দিতেও স্টিফেন লুভেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ২৬ জুন ২০১৬

Related posts