April 21, 2019

প্রচারনার শেষ দিনে নৌকা, বই ও প্রজাপ্রতি মার্কার সমর্থনে বিশাল মিছিল

123এ কে আজাদ, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের সমর্থনে প্রচারনার শেষ দিনে চাঁদপুর শহরে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে নৌকার চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ানের, বই প্রতীকের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদা সুলতানার প্রজাপ্রতি মার্কার সমর্থনে সর্বশেষ মিছিলটি শহর পদক্ষিণ করে। হাসান আলী উচ্ছবিদ্যালয় মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে পুনরায় একেই জায়গায় এসে শেষ হয়। মিছিল পূর্বক সংক্ষিপ্ত জনসমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু। সমাবেশে নাছির উদ্দিন আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মার্কা, উন্নয়নের মার্কা এবং জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকা। এটি কোন একার প্রতীক নয়। এটি স্বাধীনতার প্রতীক। আর এই নৌকার প্রার্থীকে বিজয় করতে হলে, সকলকে ২৪ মার্চ নৌকায় ভোট দিতে হবে। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন হচ্ছে। বিএনপি জখন ক্ষমতায় ছিলো তারা লুটপাট আর নৈরাজ্য সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, আওয়ামীলীগ মনোনিত প্রার্থীদের বিজয়ের সার্থে আমাদের কারো সাথে আপোষ নেই। যে দলের বাইরে গিয়ে নৌকার বিপক্ষে কাজ করবে, তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে। কোন প্রকার ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না। আমরা চাই একটি সুন্দর নির্বাচন উপহার দিতে। তাই সকলে নির্বানে এসে নৌকায় ভোট দিন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর টুটুল, মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, পৌর যুবলীগের আহ্বায়ক আব্দুল মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মিয়াজী, শহর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি এবিএম রেজওয়ান, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন গাজীসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসহযোগি নেতৃবৃন্দ।

Related posts