April 25, 2019

প্যারিসে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করবে ফ্রান্স আওয়ামি লীগ


সেলিম উদ্দিন, ফ্রান্স থেকেঃ  আগামী ১৫ আগস্ট সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

১৯৭৫-এর ১৫ আগস্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ফ্রান্স আওয়ামী লীগ মিলাদ মাহফিল,আলোচনা সভা ও নৈশ ভোজের আয়োজন করেছে।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম ও সাধারণ সম্পাদক মো: আবুল কাশেম জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

ফ্রান্স আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল হক ভুইয়া ও সহ-প্রচার সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী এ দিনে সকলকে প্যারিসের গার দ্যু নর্দে ক্যাফে প্যারিসিয়ান (প্রকাশ টিটু ভাইয়ের) রেস্তোরায় সন্ধ্যা ছয়টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Related posts