April 26, 2019

পেঁয়াজের রস লাগিয়ে কেঁদেছিলেন ওবামা!

সম্প্রতি অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়ার সময় জনসম্মুখে কাঁদেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই কান্না নাকি আবেগের কান্না ছিল না!এমন অভিযোগ করেছেন ফক্স নিউজের এক সাংবাদিক। তিনি দাবি করেছেন, পেঁয়াজের রস লাগিয়ে চোখ দিয়ে পানি বের করেছেন ওবামা।

দি ইনডিপেনডেন্টের খবরে বলা হয়, ২০১২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক স্কুলে হামলায় হতাহতদের কথা স্মরণ করেই ওবামা সেদিন কেঁদেছিলেন। ওই হামলায় ২০ শিশু নিহত হয়।

ফক্স নিউজের সাংবাদিক অন্দ্রেয়া টানটারোস বলেন, “এই নেতা (ওবামা) আবেগে কেঁদেছেন এটি ‘বিশ্বাসযোগ্য’ নয়। আমি মঞ্চে গিয়ে পরীক্ষা করতাম কোনো পেঁয়াজ অথবা নো মোর টিয়ারস (জনসনের বেবি স্যাম্পু) পাওয়া যায় কি না। আমি বোঝাতে চাইছি, এটি সত্যিই বিশ্বাসযোগ্য নয়। এখন পুরস্কারের মৌসুম চলছে।’

ওবামার আবেগ দেখানোকে আন্দ্রেয়ার সহকারী মালিসা ফ্রান্সিস রাজনৈতিক নাটক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘কানেকটিকাটে গুলিতে নিহত শিশুদের জন্য খুব খারাপ লাগে, কিন্তু তিনি (ওবামা)শুধু এ ব্যাপারেই বিচলিত হয়েছেন, সন্ত্রাসের ব্যাপারে নয়।’

গত সপ্তাহে অস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণে ওবামার ঘোষণা অনুযায়ী, আগ্নেয়াস্ত্র বিক্রি করতে হলে যে কাউকে অবশ্যই বৈধ বন্দুকের ডিলার হতে হবে। এতে অস্ত্র ব্যবসায়ী ক্ষুদ্র, মাঝারি বা বড়- যে-ই হোক না কেন, তাঁকে অবশ্যই লাইসেন্স করতে হবে।এনটিভি

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts