September 21, 2018

পৃথক বিস্ফোরণে বাগদাদে নিহত ২৩

ছবি সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদে পৃথক দুটি বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৬ জন। শুক্রবার ঘটনা দুটি ঘটে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার সরকারপন্থী এক যোদ্ধার লাশ দাফনের সময় এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ১৮ জন নিহত ও ৪১ জন আহত হয়। শিয়া অধ্যুষিত হেই আল-আমিল এলাকায় চালানো ওই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

অন্যদিকে, বাগদাদের সদর সিটি এলাকায় রাস্তায় পুঁতে রাখা একটি বোমার বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়। পুলিশের বরাত দিয়ে খবরে এ কথা বলা হয়েছে। তা ছাড়া হাসপাতাল সূত্রও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

Related posts