February 17, 2019

পুলিশ ক্যাম্পে বোমা হামলা! নিহত ৬৫

পশ্চিম লেবাননের সমুদ্রতীরবর্তী জিলটেন শহরের আল-জাহফাল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা করা হলে কমপক্ষে ৬৫ জন নিহত এবং আরও ১৭০ জন আহত হয়েছেন।

জাতিসংঘে লিবিয়ার বিশেষ প্রতিনিধি মার্টিন কবলার বলেছেন, এটা ছিল আত্মঘাতী হামলা। লিবিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে, পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে যখন হামলা করা হয় তখন সেখানে লোক নিয়োগ চলছিল। হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাময়িক জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বৃহস্পতিবার প্রশিক্ষণ কেন্দ্রের গেটে একটি ট্রাক বিস্ফোরিত হয় যখন কেন্দ্রের ভিতরে কয়েকশো নতুন সদস্য নিয়োগের জন্য জড় হচ্ছিলেন। সমুদ্রবর্তী শহর জিলটেন লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে ১৬০ কিমিঃ পূর্বে অবস্থিত।

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির আমলে এই প্রশিক্ষণ কেন্দ্রটি ব্যবহার করা হত সামরিক ঘাঁটি হিসেবে। ২০১১ সালে গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়াতে ক্রমাগত যেরকম অস্থিতিশীলতা হচ্ছে তাতে সন্দেহ করা হচ্ছিল সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটও হয়তো লিবিয়াতে শক্তি সঞ্চয় করছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts