November 14, 2018

পুটখালি সীমান্তে ২১ নারী শিশু ও পুরূষ আটক

189
মহসিন মিলন,বেনাপোল প্রতিনিধিঃ  অবৈধপথে ভারতে যাওয়ার সময় মংগলবার বিকেলে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ২১ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার গোলাম আহমেদ জানান,পুটখালি সীমান্ত দিয়ে বিপুল সংখ্যক নারী শিশু পাচার হয়ে ভারত যাচ্ছে এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৭ জন নারী,৬ জন শিশু ও ৮ জন পুরষ রযেছে।

এদের বাড়ি যশোর,বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।এ ব্যপারে একটি মামলা হযেছে  বেনাপোল থানায়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts