April 24, 2019

পীরগঞ্জে বই বিতরণ উৎসব পালিত

মোঃ আবুল খায়ের,ঠাকুরগাও থেকেঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উৎসবমূখর পরিবেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি ইমদাদুল হক,উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সারওয়ার মোর্শেদ,উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামসুল আলম ,প্রেস ক্লাব সভাপতি মেহের এলাহী,সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবুল,যুগ্ম সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন, প্রেস ক্লাব সদস্য আমিনুর রহমান হৃদয় প্রমূখ।পরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।

এছাড়াও পীরগঞ্জ সবুজ সরকারি প্রাঃ বিদ্যালয়,পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কৃষ্টপুর উচ্চ বিদ্যালয়সহ এবছর প্রাথমিকে ৩৪০টি বিদ্যালয়ে ১লক্ষ ৬৯হাজার ২০টি বই বিতরণ এবং মাধ্যমিকে ৮২ টি বিদ্যালয়ে ২লক্ষ ৯৩ হাজার,দাখিল মাদ্রসায় ২৪টি বিদ্যালয়ে ৪২হাজার ২০০ ও ৩৪টি সতন্ত্র এবতেদায়ী মাদ্রসায় ২৯ হাজার ৬০ টি বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts