April 25, 2019

পিছিয়ে গেল ইমরান হাশমির প্রোডাকশনের প্রথম ছবি

গত বছর বলিউড তারকা ইমরান হাশমি ঘোষণা দিয়েছিলেন প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ‘ক্যাপ্টেন নবাব’ ছবি দিয়ে এই যাত্রা শুরু হওয়ার কথা ছিল তার। কিন্তু নানা জটিলতায় আটকে গেছে সেই সম্ভাবনা।

profile-imraan-june25-1_650_062412064433

এক সূত্র জানায়, গত ডিসেম্বরে সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এখন এই অভিনেতা বাদশাহো ছবিতে অভিনয়ের জন্য ব্যস্ত।
এই ছবিতে তার সহ-শিল্পী অজয় দেবগনের মা অসুস্থ হয়ে যাওয়াতে ছবির শুটিং আরও পিছিয়ে যায়। এতে সবার সময় ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হয়।

এই মুহূর্তে রাজস্থানে বাদশাহোর শুটিং চলছে। ইমরানের অংশ শেষ হওয়ার পর জুনে নিজের প্রোডাকশনে হাত দেবেন তিনি এমনটাই জানায় সূত্র।

সূত্র: ডিএনএ নিউজ

Related posts