April 23, 2019

পালিয়ে গেলেন প্রভা-তানভীর!

ক্যারিয়ারে কাজের চেয়ে প্রেম-বিয়ে এবং সংসারসহ নানা বিষয়ে অভিনেত্রী প্রভাকে নিয়ে আলোচনা হয়েছে বেশি। কিছুদিন আগে অভিনেতা শ্যামলের সঙ্গে প্রেম এবং সংসারের গুঞ্জনে চাউর ছিল শোবিজ অঙ্গন। এরই মধ্যে আরেক অভিনেতা তানভীরকে নিয়ে শোনা যাচ্ছে নতুন প্রেমের খবর! না, পাঠক। এটা অবশ্য প্রভা কিংবা তানভীরের বাস্তব জীবনের গল্প নয়।

সম্প্রতি এই দুই অভিনয়শিল্পীকে ‘তাহলে’ শিরোনামের একটি নাটকে পালিয়ে বিয়ে করতে দেখা যাবে। এটার গল্পে দেখা যাবে প্রভা ও তানভীর একে অন্যকে ভালোবাসে। তানভীর পড়াশোনা শেষ করে চাকরি খুঁজছে। ওদিকে প্রভার পরিবার থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু তানভীর প্রভাকে সরাসরি জানিয়ে দেয় বিয়ে করতে পারবে না। কিন্তু প্রভা কোনোভাবেই বিষয়টি মানতে নারাজ।

শেষমেশ কাজী অফিসে যায় দুজনে। পালিয়ে বিয়ে করার সময় শুরু হয় নানা নাটকীয়তা। ঘটনা মোড় নিতে থাকে অন্যদিকে। শেষে ঘটে ভিন্ন এক ঘটনা। এমনি গল্পের নাটক ‘তাহলে’। শান্তা রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন তানভীর, প্রভা প্রমুখ। নাটকটি আসছে ভালোবাসা দিবসে যে কোনো একটি টিভি চ্যানেলে প্রচার হবে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts