February 19, 2019

পাপুয়া নিউ গিনিতে বিমান বিধ্বস্তঃ নিহত ১

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  পাপুয়া নিউ গিনির পশ্চিমাঞ্চলে অবতরণের চেষ্টাকালে একটি ফিক্সড উইং বিমান নিকটবর্তী জলাভূমিতে বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানটির অস্ট্রেলীয় পাইলটসহ সব যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ৩টি শিশুও ছিল।

আরও পড়ুন: বিক্ষিপ্ত সংঘর্ষে অচল কাশ্মির, বন্ধ ইন্টারনেট।

বৃহস্পতিবার অস্ট্রেলীয় কর্তৃপক্ষ এবং গণমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। অস্ট্রেলীয় ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, সানবার্ড এভিয়েশনের বিমানটি কিয়ুনগা বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে নিকটবর্তী জলাভূমিতে বিধ্বস্ত হয়। এতে বিমানটির অস্ট্রেলীয় পাইলটসহ সব যাত্রী নিহত হন।

এক হেলিকপ্টার পাইলট প্রথম বিধ্বস্ত বিমানটি দেখতে পান। তিনি তিন জনকে উদ্ধার করে কিয়ুনগা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ওই তিনজনই হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন: বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ডাক তুরস্কের

পাপুয়া নিউ গিনিতে ২০০০ সালের পর থেকে এ পর্যন্ত ২০টিরও বেশি বিমান বিধ্বস্ত হয়েছে। বন্ধুর ভূমিরূপ ও সংযোগ সড়ক অপ্রতুল হওয়ায় দেশটির অনেক বাসিন্দাকেই বিমান যোগাযোগের উপর নির্ভর করতে হয়।

সূত্র: ইনকোয়ারার।
দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৪ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts