February 16, 2019

পাত্রী দেখেই ভেঙ্গে গেল সালমান খানের বিয়ে!

292
এতটা বয়স হয়ে গেল সালমান খানের। তবুও তো বিয়ে হচ্ছে না। এক জীবনে বিয়েটা তো দরকার, নাকি পাঠক? কিন্তু এ গল্পের প্রধান চরিত্র সালমান খান। তাঁর তো পাত্রী দেখে আসার পর বিয়েটা ভেঙ্গে যায়। এ নিয়ে বেজায় অভিমানে আছে সালমান। কি করবে সে? সিদ্ধান্ত নেয় নিজের বিয়ে এবার নিজেই করবে। করল বটে তবে শুরু হলো আরও মজার সব ঘটনা। ‘সালমান খানের বিয়ে’ নামে কমেডি ঘরানার গল্পে দীর্ঘ একটি ধারাবাহিক নাটক নির্মাণ শুরু করলেন পরিচালক প্রজ্ঞা নীহারিকা। নাটকটির গল্প ও চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন।

ইতোমধ্যেই নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে পূবাইলে। আর এতে নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান। আরও অভিনয় করছেন ফারহানা মিলি, আরফান. ফারুক আহমেদ, কাজী উজ্জল, সীমানা, শিখা মৌ, কোহিনূর, রাজুসহ আরও অনেকে। তবে নাটকটিতে আরও জনপ্রিয় কিছু মুখ আসবে বলে বলে জানান নির্মাতা। নাটকটির দৃশ্যধারণ শেষে একটি বেসরকারি চ্যানেরে প্রচার শুরু হবে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts