কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সদ্য প্রসূত এক অজ্ঞাত নবজাতক কন্যা শিশু পাওয়া গেছে। আজ (রোববার) রাত সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের বাবলু মিয়ার বাসার উত্তরপাশের পতিত জমি থেকে এ নবজাতক শিশুকে উদ্ধার করে পাকুন্দিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে পথচারীরা।
জানা যায়, আজ রাত সাড়ে ৯টার দিকে চরপাকুন্দিয়া গ্রামের হোসেন মিয়া ও তার সঙ্গীরা শিশুটির কান্না শুনতে পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটি সদ্য প্রসূত নবজাতক কন্যা শিশু বস্ত্রহীন অবস্থায় মাটিতে পড়ে আছে। শিশুটির চারপাশে শিয়াল ঘুরাঘুরি করছে। তখন হোসেন মিয়াসহ তার সঙ্গীরা শিয়ালকে তাড়িয়ে শিশুটিকে উদ্ধার করে রিকসা যোগে পাকুন্দিয়া হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে শত শত উৎসুক জনতা শিশুটিকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় জমায়।
পাকুন্দিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারহানা আলম এ ব্যাপারে জানান, শিশুটি সদ্য প্রসূত। দীর্ঘক্ষণ খালি গায়ে মাটিতে পড়ে থাকায় ঠান্ডা বাতাসে শিশুটি কাঁপছে। তার সুস্থ্যতার জন্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে।