September 22, 2018

পাকিস্তান থেকে ভারতে যাওয়ার আরো ১ গোপন সুড়ঙ্গের সন্ধান

194619_1

আরো একটি গোপন সুড়ঙ্গ। মাটি থেকে প্রায় ১০ ফিট গভীরে, লম্বায় প্রায় ৩০ মিটার। পাকিস্তান থেকে শুরু হয়ে সোজা ভারতে প্রবেশ করেছে। ২০১২ সাল থেকে এ নিয়ে এটি চতুর্থ সুড়ঙ্গের খোঁজ মিলল।

ভারতীয় জওয়ানদের অভিযোগ, পাকিস্তান থেকে থেকে জঙ্গিরা যাতে লুকিয়ে ভারতে ঢুকতে পারে। সেই জন্যই এই সুড়ঙ্গ কাটা হয়েছিল।

জম্মু-কাশ্মীরের পুরা সেক্টরে এই সুড়ঙ্গটির খোঁজ পান বিএসএফ জওয়ানরা। সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি দেখে জম্মু সেক্টরে নিকি তাওয়াই নদীর কাছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেন জওয়ানরা। তখনই খোঁজ মেলে এই গোপন সুড়ঙ্গের।

Related posts