February 19, 2019

পাকিস্তানে নিষিদ্ধ হতে চলেছে বাজিরাওয়ের মস্তানি

deepika-as-mastani-655x360

হিন্তু পেশোয়া ও তাঁর মুসলিম পত্নীর জীবন অবলম্বনে তৈরি ছবি নিয়ে এদেশে যত উৎসাহই থাকুক না কেন, পাকিস্তানে তা নিষিদ্ধই হতে চলেছে৷ ছবি মুক্তির একদিন আগেও সে দেশের সেন্সর বোর্ডের থেকে প্রদর্শনের ছাড়পত্র পায়নি সঞ্জয় লীলা বনশালির ‘বাজিরাও মস্তানি’৷

কেন ছবিটি পাকিস্তানে ছাড়পত্র নাও পেতে পারে? কারণ জানিয়ে পাকিস্তানের সেন্সর বোর্ডের চেয়াম্যান মোবাশের হাসান জানিয়েছেন, ‘ প্রথমত ছবিটি হিন্দিতে৷ আমাদের এখানকার দর্শক হিন্দি ছবির প্রদর্শন পছন্দ করেন না৷ দ্বিতীয়ত যে ঐতিহাসিক ঘটনা নিয়ে ছবিটি তৈরি, সেখানে মুসলিম বিরোধি ব্যাপার আছে৷’

হিন্দি ছবির প্রদর্শন পাকিস্তানের দর্শক যে পছন্দ করেন না তা নয়৷ এ বছরই ‘বজরঙ্গি ভাইজান’ রমরমিয়ে চলেছে সে দেশে৷ শাহরুখ খানের আগামী ছবি ‘দিলওয়ালে’ও মুক্তি পেতে চলেছে সেখানে৷সুতরাং সমস্যার কারণ যে দ্বিতীয়টি, তা বলার অপেক্ষা রাখে না৷ জানা গিয়েছে, ছবির কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যেমন আপত্তি আছে তেমনই অভিযোগ কিছু সংলাপ নিয়েও৷ ইতিমধ্যেই ছবিটিকে মুসলিম বিরোধি বলে ঘোষণা করা হয়েছে সে দেশে৷

যদিও ছবিটি নিষিদ্ধ করা হবে কি না, তা নিয়ে এখনও কোনও সরকারী ঘোষণা করা হয়নি৷ স্থানীয় ডিস্ট্রিবিউটরদের সঙ্গে এ বিষয়ে কথাবার্তা চলছে বলেও জানা গিয়েছে৷ তবে মুসলিম বিরোধিতার ধুয়ো ধরে হাওয়া যেরকম, তাতে পাকিস্তানে বাজিরাও আর মস্তানির পা রাখা প্রায় সম্ভব নয় বলেই মনে করছেন অভিজ্ঞমহল৷

Related posts