March 23, 2019

পাকিস্তানে ট্যাঙ্কার-প্রাইভেট কার সংঘর্ষঃ নিহত শিশুসহ ১২

212
পাকিস্তানে পেট্রোলিয়াম গ্যাসবাহী একটি ট্যাঙ্কার ও একটি প্রাইভেট কারের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের ছয়জনই শিশু।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দেশটির পাঞ্জাব প্রদেশের নানকানা সাহিব এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে।

খবরে বলা হয়, এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। আহত ও নিহতদের ফয়সালাবাদ ও লাহরের হাসপাতালগুলোয় নেওয়া হয়েছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts