November 21, 2018

পলকের সেলফিতে শাকিরা

sakira

অনলাইন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সেলফিতে দেখা গেল ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত বিশ্বখ্যাত পপস্টার শাকিরা। পলক বর্তমানে সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে অবস্থান করছেন।

সেখানেই দেখা হয় কলম্বিয়ান গায়িকা শাকিরার সঙ্গে। তারপর পছন্দের এই গায়িকাকে সেলফিতে বন্দি করেন তিনি। জানা গেছে, ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত শিল্পী শাকিরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল পুরস্কার গ্রহণ করেন। ইউনিসেফ শুভেচ্ছাদূত এবং ‘পিস ডেসকালজ’ ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য এই মানবিকতার পুরস্কারে ভূষিত হন তিনি। সেলফিতে শাকিরা ও পলককে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে।

Related posts