March 24, 2019

পরাজয়ের পর যা বললেন কোহলি

hজয়রথ থেমে গেল। পুনেতে অস্ট্রেলিয়ার কাছে যে এভাবে হেরে যেতে হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি বিরাট কোহলি। দল যে খারাপ খেলেছে, তা এককথায় মেনে নিয়েছেন ভারত অধিনায়ক।
আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোহলি বলে গেলেন, ‘‌অস্ট্রেলিয়া সব বিভাগেই আমাদের পর্যুদস্ত করেছে। বিগত সিরিজগুলোতে বেশ ভালো খেলেছি। পুনেতেও দর্শকদের সমর্থন ছিল আমাদের সঙ্গে। তবুও ম্যাচটা হারতে হলো। এটাই বাস্তব। সব বিভাগেই আমরা ব্যর্থ হয়েছি। গত দু’‌বছরে এত খারাপ ব্যাটিং আমরা করিনি। এই টেস্টে কী কী ভুল করেছি তা খতিয়ে দেখতে হবে।’‌
এরপরই বিপক্ষ দলের প্রশংসা করে ভারত অধিনায়ক বলে গেলেন, ‘‌যোগ্য দল হিসেবেই অসিরা জিতেছে। গোটা ম্যাচে বিপক্ষ আমাদের চাপে রেখেছিল। এই টেস্টে দুটি সেশন অত্যন্ত বাজে খেলেছি আমরা। সেটাই বিপক্ষর হাতে ম্যাচ তুলে দেয়। তবে কোনও অজুহাত দেব না। জয়ের জন্য বিপক্ষকে কৃতিত্ব দিতেই হবে।’‌
দ্বিতীয় টেস্ট বেঙ্গালুরুতে। ফিরে আসতে পারবে ভারত?‌ অসম্ভব একদমই নয়। তবে ভুলত্রুটিগুলো শুধরে নিতে হবে। না হলে পুনে টেস্টের মতো অবস্থা আবারো হয়ে যেতে পারে।

Related posts