September 23, 2018

পদ্মা সেতুর কাজ ২৭ ভাগ শেষ হয়েছে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

ইতিমধ্যেই সেতুর ২৭ ভাগ শেষ হয়েছে। নির্ধারিত সময়েই পদ্মা সেতুর কাজ শেষ হবে।

১২ ডিসেম্বর পদ্মা সেতুর মূল পাইলিং ও নদী শাসনের কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক উদ্বোধনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে জাজিরা অংশের প্রস্তুতি পরিদর্শনে এসে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, পিলারের কাজ শুরু হয়ে গেলে শুধু দেখবেন পিলার আর পিলার। দিনরাত সার্বক্ষণিক কাজ চলছে। অনেক সেতুতে দেখা যায় সেতু হয়েছে এপ্রোচ হয়নি।

কিন্তু এ সেতুর আগেই এপ্রোচসহ সামগ্রিক কাজ শেষ হবে। তাই এই সেতুর কাজ যেদিন শেষ হবে সেদিনই গাড়ি চলতে পারবে। আর এই সেতুতে একই সঙ্গে রেল ও সড়ক সেতু শেষ হবে।

এসময় মন্ত্রী জাজিরা অংশের নদী শাসনের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোর সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন।

সভায় স্থানীয় সংসদ সদস্য বিএম মোজাম্মেল হকসহ সেনাবাহিনী, ঠিকাদারী প্রতিষ্ঠান ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts