February 18, 2019

পঞ্চম ধাপে প্রাপ্তফলঃ আ.লীগ ২০৯, বিএনপি ২৫, জাপা ১, অন্যান্য ৮১

ঢাকাঃ  পঞ্চম ধাপে ৭১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট শেষে গণনা চলছে। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ই্উপি নির্বাচনের বেসরকারি ফলাফল আসতে শুরু করেছে।

শনিবার অনুষ্ঠিত পঞ্চম ধাপের নির্বাচনে আগের চার বারের মতোই সহিংসতা ও সংঘর্ষের পাশাপাশি কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, জাল ভোটসহ নানা অনিয়ম হয়েছে। নির্বাচনী সহিংসতার ঘটনায় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীসহ ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক।

তৃণমূল পর্যায়ের এই নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান প্রার্থীরা দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের সর্বশেষ ৩১৬ ইউনিয়নের প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে-

আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী: ২০৯

বিএনপি (ধানের শীষ) প্রার্থী: ২৫

জাতীয় পাটি (লাঙ্গল) প্রাথী : ১

স্বতন্ত্র ও অন্যান্য: ৮১

বিভাগভিত্তিক ফল

রাজশাহী

পাবনা (ঈশ্বরদী উপজেলা)

নির্বাচন অনুষ্ঠিত: ৭ ইউপি, বিজয়ী: আওয়ামী লীগ ৭, বিএনপি ০, স্বতন্ত্র ও অন্যান্য ০

ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবগুলোতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।নির্বাচিতরা হলেন- পাকশী ইউনিয়নে এনামুল হক বিশ্বাস এনাম, সাহাপুরে মতলেবুর রহমান মিনহাজ,দাশুড়িয়ায় বকুল সরদার, দাশুড়িয়ায় সেলিম মালিথা, ছলিমপুরে বাবলু মালিথা, সাঁড়ায় রানা সরদার ও লক্ষ্মীকুন্ডায় আনিসুর রহমান শরিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরো আসছে………

Related posts