স্পোর্টস ডেস্কঃ পল পগবাকে দলে টানতে আগ্রহী রিয়াল মাদ্রিদ। তবে জুভেন্টাসের মিডফিল্ডারকে পাওয়া কঠিন হবে বলে মনে করেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
জুভেন্টাসের টানা পঞ্চম সেরি আর শিরোপা জয়ে দারুণ ভূমিকা রাখেন পগবা। ফ্রান্সের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যেও বড় ভরসা এই মিডফিল্ডার। ২৩ বছর বয়সী পগবাকে বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির মত বড় দল পেতে চায় বলে গুঞ্জন আছে। ফ্রান্সের মিডফিল্ডারের প্রতি আগ্রহের কথা জানান পেরেজও।
পগবা দারুণ খেলোয়াড় কিন্তু আমাদের মিডফিল্ডেও ছয় জন দারুণ খেলোয়াড় আছে। তাই আমি গুঞ্জন নিয়ে কোনো কথা বলতে চাই না তার মতো খেলোয়াড় যদি পাওয়া যায়, তাহলে আমরা তাকে পেতে চাইব কিন্তু এজন্য একটা সম্মতিতে পৌঁছাতে হবে।
পগবাকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনতে হলে কোচ জিনেদিন জিদানের মত নিতে হবে বলেও জানান পেরেজ, কাউকে আনা খুবই কঠিন। আমি জিদানের সঙ্গে কথা বলব। গোল.কম।