February 23, 2019

নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট!

রফিকুল ইসলাম রফিক
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ বেতন স্কেল ঘোষণা, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাস-ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও নাব্যতা রক্ষায় পদক্ষেপ গ্রহণের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। সংগ্রাম পরিষদের ব্যানারে সারা দেশ ব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন রুটে যাত্রীবাহী ও মালবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।

তবে দুরপালার লঞ্চ বন্ধ থাকলেও স্বল্প দুরত্বে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে কয়েকটি লঞ্চ চলাচল করছে। নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে নারায়ণগঞ্জ নদী বন্দর। বন্দরে পন্য উঠানামা বন্ধ রয়েছে। নৌ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।

নারায়ণগঞ্জ থেকে মোট ৭টি রুটে নৌ চলাচল করে। তার মধ্যে মুন্সীগঞ্জ ছাড়া বাকী ৬টি রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে। তার মধ্যে চাঁদপুর, মোহনপুর, মতলব, ষাটনল ও এখলাসপুর মন্সিগঞ্জ,ফরিদপুর নৌ চলাচল বন্ধ রয়েছে। নৌ চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

কয়েকটি রুটে লঞ্চ চলাচলের সংখ্যা গতকালের চেয়ে বেড়েছে এবং শীঘ্রই সব স্বাভাবিক হয়ে যাবে দাবী করে জানিয়ে মালিক পক্ষ সংগ্রাম পরিষদের ব্যানারে ঘর্মঘট অহেতুক ও অবৈধ্য উল্লেখ করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানিয়েছে ।

Related posts