April 21, 2019

নোমান্সল্যান্ডে ১০টি সোনার বারসহ আটক লেবার

249
মহসিন মিলন,

বেনাপোল প্রতিনিধিঃ 

বাংলাদেশ থেকে সোনার বার নিয়ে ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্টের ওপারে পেট্রাপোল কাস্টমস তল্লাশী কেন্দ্রের সদস্যরা বুধবার দুপুরে ১০ টি সোনার বার সহ নারায়ন চন্দ্র (৩৪)নামের এক লেবারকে আটক করেছে।সোনার বার গুলো সে বাংলাদেশ থেকে নিয়েছে বলে কাস্টমসে স্বীকার করেছে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস সুপারিনটেনডেন্ট সরনিকা চাকমা জানান, নারায়ন চন্দ্র নামে এক ভারথীয় লেবারকে নো ম্যান্স ল্যান্ড থেকে ১০টি সোনার বার সহ আটক করেছে ভারতীয় কাস্টম কর্তৃপক্ষ।সোনাগুলো তার দেহে ফিটিং করে বনগাঁও এলাকায় নিয়ে  যাওয়ার সময় নোমান্সল্যান্ড থেকে নারায়ন এর দেহ তল্লাশী ১০ পিস সোনার বার সহ নারায়ন কে আটক করে। সে বনগাঁ থানার ছয়ঘুড়িয়া গ্রামের উখিল বিশ্বাসের ছেলে। তবে সোনার বার গুলো প্রধান সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts