January 19, 2019

নেশা ভরা চোখে ‘রাবতা’য় ঝড় তুললেন দীপিকা

ioকালো গাউন, ধোঁয়াশা সাজ, ছাড়া চুল আর নেশা ভরা চোখে ‘রাবতা’ সিনেমায় আবেদনময়ী বেশে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন।

এই সিনেমায় মূল চরিত্রে না থাকলেও আইটেম গানে আবেদনময়ী বেশে এসে ঝড় তুলে দিলেন ডিম্পল গার্ল দীপিকা। ‘রাবতা’র নতুন এই গানটি আজ বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয়েছে।

এর আগে গত ১৭ এপ্রিল সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছিল। দিনেশ ভিজানের পরিচালনায় মূল চরিত্রে রয়েছেন সুসান্ত সিং রাজপুত ও কৃতি শ্যানন। এছাড়াও একটি বিশেষ চরিত্রে ৩২৪ বছরের বৃদ্ধরূপে দেখা যাবে রাজকুমার রাও কে। চলতি বছরের ৯ জুন মুক্তি দেয়া হবে ছবিটি।

প্রসঙ্গত, দীপিকা পাড়ুকোন এই মূহুর্তে ‘পদ্মাবতী’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন।

Related posts