April 21, 2019

নুসরাত হত্যাকান্ডে দোষীদের শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন

chandpurএ কে আজাদ, চাঁদপুর : যুব ইউনিয়নের চাঁদপুরে জেলা শাখার উদ্যোগে নুসরাত হত্যাকান্ডে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। ১৩ এপ্রিল শনিবার বিকাল সাড়ে ৫ টায় শহরের শপথ চত্ত্বর মোড়ে এ মানববন্ধন হয়। এতে সভাপতির বক্তব্যে জেলা যুব ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর হোসেন বলেন, মাদ্রাসা অধ্যক্ষ কর্তৃক নুসরাত জাহান রাফি কে যৌন হয়রানির পর হত্যা করা । যা ইতিহাস ও ঐতিহ্য কে কলঙ্কিত করা হয়েছে। তিনি আরো বলেন, দেশে কৃষ্টি সংস্কৃতির চর্চা কম হওয়ায় এবং সাম্প্রদায়িক উন্মাদনা বেরে যাওয়ায় এই ধরনের ন্যাক্কার জনক কাজ অহরহ ঘটে চলেছে। আমরা এই সমাবেশ থেকে নুসরাত জাহান রাফি হত্যাকারী ওই কুলাঙ্গার মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা সহ জড়িত সকল হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। জেলা যুব ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক হোসাইন ইয়াসিনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মণীষা চক্রবর্ত্তী, সাধারন সম্পাদক জাকির হোসেন মিয়াজী, জেলা মহিলা পরিষদের সভাপতি লীলা মজুমদার, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, জেলা উদীচীর সাধারন সম্পাদক জহির উদ্দিন বাবর, সাংস্কৃতিক সম্পাদক প্রশিকা সরকার, সদস্য মৈত্রী দত্ত প্রমুখ।

Related posts