February 20, 2019

নীলফামারীর-রেল কারখানায় শ্রমিক লীগের বিক্ষোভ

194

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ  বাংলাদেশ রেলওয়ে বিভাগে অনিয়মতান্ত্রিকভাবে সুইপার ও হাসপাতাল কিনার নিয়োগ বাতিলের দাবিতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় বিক্ষোভ মিছিল,শ্রমিক সমাবেশ ও কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কর্মর্সূচির অংশ হিসেবে সংগঠনের স্থানীয় কারখানা ও ওপেন লাইন শাখা যৌথ উদ্যোগে ওই কর্মসূচির ডাক দেয়। গত সোমবার সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন শপ ও বিভাগের দুই সহস্রাধিক শ্রমিক-কর্মচারীরা বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে গোটা সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রদক্ষিণ করে। ওই বিক্ষোভ মিছিলে শহরের হরিজন সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী পুরুষও ঝাড়–নিয়ে অংশ নেয়।

পরে বিক্ষোভ মিছিলটি কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শ্রমিক নেতা মোখছেদুল মোমিন, হরিজন সম্প্রদায়ের নেতা মহাজন বাসফোর বক্তব্য রাখেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts