April 22, 2019

নিষেধাজ্ঞার রায়ের বিরুদ্ধে আপিল করবেন ব্লাটার

2015_12_21_20_42_27_7U2W4gYTrnD6jlIbi5kgogWwrG3G4I_original

স্পোর্টস ডেস্ক: আর্থিক অনিয়মের অভিযোগে ফুটবলের সবধরনের সংগঠনিক কার্যকলাপ থেকে আট বছরের নিষেধাজ্ঞার রায়ের বিরুদ্ধে আপিল করবেন সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার।

সোমবার ফিফার নৈতিকতা কমিটির রায়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।
নিজেকে নির্দোষ দাবি করে ৭৯ বছর বয়সী ব্লাটার বলেছেন, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আমি শীঘ্রই এ রায়ের বিরুদ্ধে আপিল করবো। প্রয়োজনে সুইস আদালতেও যাব।

মিশেল প্লাতিনির সাথে একটি চুক্তি নিয়ে ব্লাটারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয়েছিল। কিন্তু দুইজনই একে ‘জেন্টলম্যান আর্গুমেন্ট’ বলে দাবি করে আসছিলেন। তবে ফিফার নৈতিকত্ াকমিটি জানিয়েছে, এ লেনদেনের কোন ‘লিগ্যাল বেসিস’ ছিল না। ফলে নিষেধাজ্ঞার খড়গে পড়তে হয়েছে ব্লাটারকে।

কিন্তু রায়ের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্লাটার বলেন, আমি ফুটবল থেকে নিষিদ্ধ। কিন্তু আমি আমার জন্য লড়বো, আমি লড়বো ফিফার জন্য। ফিফা থেকে কেন আমি নিষিদ্ধ? প্রশ্ন তুলেছেন তিনি।

Related posts