February 20, 2019

নিলয়-শখের সত্যিকারের পরিণয় !

127

মডেলিং, টিভি নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় জুটি নিলয়-শখ। ক্যারিয়ারের সূচনা লগ্ন থেকে বাস্তব জীবনেও তারা জুটিতে পরিণত হন। একে অন্যের সঙ্গে গাঁথা পড়েন প্রেমের সম্পর্কে। কিন্তু ২০১২ সালের শেষ দিকে হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে নিলয়-শখ একে অপরের ছায়াও মাড়াতেন না। তবে ২০১৫ সালের শেষের দিকে শোবিজের আলোচিত এ জুটি আবারো এক হন। অবশেষে নতুন বছরের গতকাল রাতে পারিবারিকভাবে বিয়ে করলেন শখ-নিলয়। শখের পুরনো ঢাকাস্থ বাবার বাসায় এ বিয়ে সম্পন্ন হয়। পারিবারিকভাবে দুই পরিবারের সদস্যরা এ বিয়েতে উপস্থিত ছিলেন। নিলয়-শখের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, বিয়ের পর নিলয় শখকে নিয়ে সংসার সাজাবেন তার উত্তরাস্থ বাসায়। এদিকে বিয়ের অনুভূতি জানতে দুজনকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts