April 20, 2019

নির্বাচনে হেরে ডাকাতের আত্মহত্যা!

জুবায়ের হোসেন,
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়া উপজেলায় একাধিক ডাকাতি ও হত্যা মামলার আসামী মুকুল হোসেন (৩৬) নিজ বাড়িতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে তিনি এ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার দুপুর আড়াই টার দিকে সিংড়া থানা পুলিশ নিজ বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মৃত মুকুল হোসেন উপজেলার বড় চৌগ্রামের আজাহার আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সিংড়া থানার তৎকালীন এসআই আমজাদ হত্যা মামলার আসামী মুকুল হোসেন চৌগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য পার্থী ছিলেন। কিন্তু গত শনিবারের নির্বাচনে হেরে সোমবার নিজের জীবন বিসর্জন দিয়ে নির্বাচনের খারাপ ফলাফলের গ্লানি ঢাকলেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি ৩০ মে ২০১৬

Related posts