February 17, 2019

নিজের রেকর্ড ভাঙলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: রেকর্ড ভাঙাগড়াটা ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে ছেলে খেলার মতোই। এবার নিজেই নিজের একটি রেকর্ড ভাঙলেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে গোলের সংখ্যাটা দুই অঙ্ক ছোঁয়ার রেকর্ড রোনালদোর আগেই ছিল। এবার সেখান থেকে আরো একধাপ এগিয়ে গেলেন সিআর সেভেন। গ্রুপপর্বে সর্বোচ্চ ১১ গোলের রেকর্ড গড়েছেন তিনি।

এর আগে গ্রুপপর্বে সর্বোচ্চ ১০ গোলের রেকর্ডও ছিল রোনালদোর দখলেই। তবে এককভাবে নয়। ওই জায়গাটি যৌথভাবে দখলে রেখেছিলেন ব্রাজিলের লুইজ আদ্রিয়ানোর সঙ্গে। মালমোর বিপক্ষে বুধবার রাতে গ্রুপপর্বের শেষ ম্যাচে চার গোল করে আগের যৌথ রেকর্ডের স্থলে এককভাবে নতুন রেকর্ড গড়েছেন রোনালদো। যেই ম্যাচে রিয়াল মাদ্রিদ ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে।

মালমোর বিপক্ষে হ্যাটট্রিক সূচক গোলের মাধ্যমে গ্রুপপর্বে গোলের সংখ্যা দুই অঙ্কে পৌঁছায়। পরে চতুর্থ গোল করার মাধ্যমে নতুন রেকর্ডই গড়ে বসেন তিনি। পঞ্চমবারের মতো গ্রুপপর্বে গোলদাতার তালিকায় সেরা হলেন রোনালদো। এটিও তার নতুন রেকর্ড। কারণ এর আগে কোনো ফুটবলারের এমন রেকর্ড নেই।

এখানেই শেষ নয়। ম্যাচে রোনালদো প্রথম গোল করেন ৩৭ মিনিটে। দ্বিতীয় গোলটি করেন ৪৭ মিনিটে। দ্বিতীয় গোল করার ১১ মিনিটের ব্যবধানে তিনি করেন আরো দুই গোল। ১৯৬৮ সালের পর মাদ্রিদের কোনো খেলোয়াড়ের এটিই দ্রুততম হ্যাটট্রিক।

Related posts