April 23, 2019

নিজামীর ফাঁসির রায়ের বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ (ভিডিও)

সুফী বরষণ, লন্ডন থেকেঃ আজ বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় জামায়াত আমির মতিউর রহমান নিজামীর আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রাখেন আদালত।

এ ফাঁসির রায়ের বিরুদ্ধে আজ দুপুর ২ টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন সেইভ বাংলাদেশের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন হয়।

সেভ বাংলাদেশ চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম সভাপতিত্বে ও ব্যারিস্টার বদরে আলম দিদারের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেছেন, অবৈধ ক্ষমতাকে দীর্ঘ করতেই মাওলালা নিজামীর ফাঁসির রায়।এটি একটি ভুল ও ন্যায়ভ্রষ্ট রায়। কথিত এই রায়ে সরকারের ইচ্ছারই প্রতিফলিত হয়েছে।

বক্তারা আরো বলেন, মাওলানা নিজামী সরাসরি কোনো অপরাধে সংশ্লিষ্ট ছিলনা ও আলবদর বাহিনীর প্রধানও ছিলনা, এই কথা ওপেন কোর্টে একথা প্রধান বিচারপতি এসকে সিনহা বলার পরও বেআইনি মৃত্যুদন্ড দেয়া হয়েছে।

উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপের মূখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা , ইউকে বিএনপি’র সভাপতি এম এ মালেক, মুফতি শাহ সদর উদ্দিন, অধ্যক্ষ মোজাম্মেল হোসাইন, জাকের আহমদ চৌধুরী, মীর আব্দুল আউওয়া তারেক, সাংবাদিক আমিমুল আহসান তানিম, মানবাধিকার সংগঠক ফরিদুল ইসলাম , মুহম্মদ আলাউদ্দিন, তরিকুল ইসলাম , মুহম্মদ ফখরুল ইসলাম বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিবর্গ আব্দুল বাসিত , জুবাইর আহমেদ, সাইফুল ইসলাম প্রমূখ।

ভিডিওঃ নিজামীর ফাঁসির রায়ের বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/৫ মে ২০১৬

Related posts