March 23, 2019

নাসিক নির্বাচনে আইভীকে সমর্থন জাতীয় পার্টির (ভিডিও)

রফিকুল ইসলাম রফিকঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি।

সোমবার দুুপুর একটায় জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফ্রিংয়ে এই তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, আব্দুস সবুর, হাজী সাইফুদ্দিন আহম্মেদ লিমন, নুরুল ইসলাম নুরু, আলমগীর সিকদার।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী বলেন, আইভী অনেক নারায়ণগঞ্জের উন্নয়ন করেছে। তার অসমাপ্ত সমাপ্ত করার জন্য নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তাকে সমর্থন দিয়েছেন। নারায়ণগঞ্জে জাতীয় পার্টির নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা রয়েছে। আমরা সকল নেতৃবৃন্দ ও নেতাকর্মীকে আওয়ামী লীগের প্রার্থী আইভীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান তিনি। এর জাতীয় পার্টির নেতৃবৃন্দ নগরীর দুই নং রেলগেইট এলাকায় আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে লিফলেট বিতরণ ও ভোট চান তারা।

ভিডিওঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতীর বক্তব্য ও প্রচারনা  

 

Related posts