November 14, 2018

নারায়ণগঞ্জ বোমা হামলা ট্র্যাজেডি দিবসে নানা কর্মসূচী পালন

রফিকুল ইসলাম রফিক        
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামীলীগ অফিসে বর্বরোচিত বোমা হামলা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আজ নানা কর্মসূচী পালিত হচ্ছে।

এ উপলক্ষে সকালে নগরীর বঙ্গবন্ধু সড়কে একটি শোক র‌্যালী বের করেন বোমা হামলায় নিহত ও আহতসহ ক্ষতিগ্রস্তদের পরিবার। র‌্যালী শেষে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাদের পরিবারের স্বজনরা।

এসময় উপস্থিত ছিলেন বোমা হামলায় আহত দুই পা হারানো চন্দন শীল, রতন কুমার দাস, বোমা হামলার ঘটনায় দায়েরকৃত দুইটি মামলার বাদি ও মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহাসহ নিহত ও আহতদের পরিবারের প্রায় শতাধিক স্বজনরা।

এছাড়াও দিবসটি স্মরণে দলীয় উদ্যোগে সকালে নগরীর ২ নং রেল গেইট এলাকায় জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে কোরআনখানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সন্ধ্যায় শহীদ মিনারের পাদদেশে মোমশিখা প্রজ্জ্বলন করা হবে।

Related posts