March 27, 2019

নারায়ণগঞ্জে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ!

রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ   নারায়ণগঞ্জে ঢাক-সিলেট মহাসড়কে ভুলতা ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু আগে মহাসড়কের উভয় পাশের দুই শতাধিক, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে অধিকাংশই ফটপাতের দোকানপাট। আজ শুক্রবার দুপুর বারটা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা সোহেল আহমেদ জানিয়েছেন, এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে । সড়কের উভয় পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। ফ্লাইওভার নির্মাণের জন্য সড়কের মাটি পরীক্ষার কাজও শুরু করা হয়েছে। অবৈধভাবে যেসব পাকা বিল্ডিং, মার্কেট ও স্থাপনা রয়েছে সেগুলো অচিরেই উচ্ছেদ করে দখলমুক্ত করা হবে।

এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রবিউল ইসলাম জানান, রূপগঞ্জের ভুলতায় ফ্লাইওভার নির্মাণ কাজ করতে সড়ক ও জনপদ বিভাগ অবৈধ ফুটপাত ও দখলদারদের উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু করেছেন। এ অভিযানে ভুলতা এলাকায় প্রায় ২ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts